সাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপন ও খেলার সামগ্রী বিতরণ।

স্টাফ রিপোর্টার
0

 


মো: আবুবকর সিদ্দিক , দৈনিক সারা দুনিয়া।

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় হান্দুলিয়া ৮নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে 

মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি রাজ্জাক হোসাইন রাজের উদ্যোগে বৃক্ষ রোপন ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


 সাটুরিয়া ইউনিয়নে বৃক্ষ রোপন ও খেলার সামগ্রী বিতরণ  কর্ম সূচির শুভ উদ্বোধন করেন  সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন পিন্টু।



এ সময় উপস্থিত ছিলেন  সাটুরিয়া ৮নং ওয়ার্ডের ইউ,পি,সদস্য মো: জসিম,সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম,আপন মোদী সরকার, যুব ও মহিলা লীগের নেত্রী সুলতানা,বিশিষ্ট ব্যবসায়ী শাহিন সরকার, আলী আজম,ছাত্র  সহ স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগী ও স্হানীয় এলাকার শিশুদের মাঝে কয়েক শত বিভিন্ন প্রজাতের  চারা গাছ ও ফুটবল  বিতরণ করা হয়। 


বৃক্ষ রোপন কর্মসূচির বিষয়ে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, রাজ্জাক হোসাইন রাজ জানান,আমি পরিবেশ কর্মী, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই দেশ কে বাঁচাতে হলে বেশি করে  গাছ রোপন করতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে। স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এম পি মহোদয়ের দিকনির্দেশনায় 

 গত বছর মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় লক্ষাধিক গাছ রোপন ও বিতরণ করেছিলাম। তার ধারাবাহিকতায় এ বছর সাটুরিয়া উপজেলায় শেখ হাসিনা উপহার দুটি আশ্রয়ন প্রকল্প হান্দুলিয়া ও বরাইদ সহ কয়েকটি জায়গায় গাছ রোপন ও খেলার সামগ্রী বিতরণ করি। আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার

জন্ম দিন উপলক্ষে মতবিনিময় ও জন্ম দিনের শুভেচ্ছা বিনিময় করি।



Post a Comment

0Comments
Post a Comment (0)