মক্কা ও মদীনায় জমজমের পানি পান করার নতুন নির্দেশনা জারি।

স্টাফ রিপোর্টার
0

 

ধর্ম ও ইসলাম, দৈনিক সারা দুনিয়া।

মুসলিমদের জন্য মক্কা ও মদীনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। হজ্জ ও উমরাহ পালনের সময় সৌদি আরবের দুটি পবিত্র স্থানে জমজমের পানি পান করার ক্ষেত্রে চারটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়।  

মঙ্গলবার সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদনে বলা হয়, জমজমের পানি পান করার ক্ষেত্রে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, 

*জমজমের পানি পান করার সময় পুণ্যার্থীদের মধ্যে পরোপকারের মনোভাব দেখানো,

 *ধাক্কাধাক্কি এড়িয়ে  অন্যকে সহযোগিতা করা এবং

 *পানি পান করার সময় বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।  

আরও বলা হয়েছে, 

*জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে।


আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। যাতে করে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যায়।  

জমজমের জীবাণুমুক্ত পানি মূলত মুসলিমদের দুই পবিত্র স্থান-মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে বিতরণ করা হয়।

 নতুন ওমরাহ মৌসুম চলাকালে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুসলিম হজ্জ ও উমরাহ পালনকারীদের কাছে জমজমের পানির বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য দেশ থেকে যারা সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে যান, তারা দেশে ফেরার সময় প্রায়ই জমজমের পানি কিনে নিয়ে যান।

 এই পানি সাধারণত হাজিরা তাদের আত্মীয়-স্বজন এবং বন্ধুদের উপহার দিয়ে থাকেন। অনেকেই বিশ্বাস করেন, জমজমের পানির বিশেষ ক্ষমতা রয়েছে।

এই পানি পান করলে অনেক সময় বড় ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।  সূত্র: গালফ নিউজ

Post a Comment

0Comments
Post a Comment (0)