বাকেরগঞ্জ প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে দীর্ঘদিন যাবৎ শান্ত পরিবেশে ব্যবসা করে এসেছিলেন ব্যবসায়ীরা, ভুক্তভোগীদের অভিযোগ পেলে ২৪/০৯/২০২৩ রবিবার সকাল ১০ ঘটিকায় সরজমিনে গিয়ে দেখা যায়, গোবিন্দপুর বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে এসেছিলেন, বজলুর রহমান গাজী ও রেজাউল মোল্লা, তাদের অভিযোগ ভূমিদস্যু নুরু হাজী ও তার বাহিনী এই ব্যবসায়ীদের দোকান উচ্ছেদের হুমকি দেন,
কারণ বজলুর রহমান গাজী ও রেজাউল মোল্লার বর্তমানে গোবিন্দপুর বাজারে কাঠের ব্যবসা ও মুদি দোকান রয়েছে, রাতের আঁধারে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান উচ্ছেদ করে পুনরায় নতুন ঘর তোলার জন্য পায়তারা চালাচ্ছেন নুরু হাজী ও তার বাহিনী।
বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার ফোরকানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাকে ভুল বুঝিয়ে নুরু হাজী ওই জমির উপরে ডিসিআর কেটে নেন, তিনি বলেন ওখানে তদন্ত চলছে এবং নুরু হাজীর ডিসিআর বাতিল করার জন্য আশ্বস্ত করেন।
দুর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান হানিফ তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন নুরু হাজী শুধু বজলুর রহমান গাজী ও রেজাউল মোল্লাই নয় আরো অনেকের জমি তার বাহিনী নিয়ে রাতের আঁধারে দখল করে নিয়েছে, আজকে ৩/৪ রাত পর্যন্ত গোবিন্দপুর বাজার দোকান ভাংচুর করে দখলের পায়তারা চালাচ্ছেন, আমাদের বাজারের নাইট গার্ড ও এলাকাবাসী পাহারা দিচ্ছে বলে সুযোগ পাচ্ছে না, নুরু হাজী ও তার বাহিনী ঘর উঠানোর জন্য পায়তারা চালাচ্ছে, এ ব্যাপারে নুরু হাজীর সাথে তার মুঠোফোনে বারবার চেষ্টা করে ও যোগাযোগ করা যায়নি , এবং বজলুর রহমান গাজী ও রেজাউল মোল্লার লোকজন বাধা দেওয়ার জন্য প্রস্তুত আছে, তাই যে কোনো সময় রাতের আঁধারে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে, তাই এলাকাবাসী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।