কেশবপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও অবঃ শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
1 minute read
0

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কেশবপুর শেখ রাসেল স্টেডিয়ামে কেশবপুর প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত ও অবসরপ্রাপ্ত ৮৫ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম, এম, আরাফাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রত্যেককে ফুলের শুভেচ্ছা নিজ নিজ স্থানে পোঁছে দেন। 

কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায়-এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কোমরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নওশাদ আলী মোড়ল, সাধারণ সম্পাদক ও আলতাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান খান, কেশবপুর পাইলট উচ্চ বিদয়ালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, কেশবপুর উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, জহিরুল হক, সন্তোষ কুমার মণ্ডল ও পলাশ কান্তি হালদার, বিভিন্ন বিদয়ালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সুধীবৃন্দ। 

অনুষ্ঠানে কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট ও যায়নামাজের চাদরসহ অন্যান্য সামগ্রী উপহার দেওয়া হয়। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেককে একটি করে মগ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম, এম, আরাফাত হোসেন গ্যালারীতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)
Today | 14, January 2025