পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের অন্যতম সঙ্গীত শিল্পী, রামায়ন গান, কীর্ত্তন গান, ত্রিনাথের গান-সহ ভাগবত অনুষ্ঠাণের পুরধা কালিপ্রসাদ পাল (৭৫) আর নেই।
তিনি গত সোমবার (১১ সেপ্টেম্বর) কোলকাতাস্থ হাবড়ায় মেয়ের বাড়ীতে ইহলোক ধাম ত্যাগ করে পরলোক গমন করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। কলকাতা মহাশ্মশানে তাঁকে দাহ করা হয় বলে পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নানা গুণে গুণান্বিত প্রয়াত কালিপ্রসাদ পাল বিভিন্ন মেয়াদে তিনি ঐতিহ্যবাহী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, পাঁজিয়া সার্বজনীন দূর্গা মন্দীরের প্রাক্তন সহ-সভাপতি, পাঁজিয়া কালী মন্দীরের নাম যজ্ঞ অনুষ্টানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, একজন ভাস্কর হিসাবে পাঁজিয়া সার্বজনীন কালী মন্দীরের মায়ের মূর্ত্তি নির্মাণ-সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকতেন।
তাঁর মৃত্যুতে পাঁজিয়া ইউনিয়নবাসী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।