কেশবপুরে স্কুল পড়ুয়া ছাত্রীকে উত্যক্ত করায় কারাদন্ড।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদন্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মৃত ইয়াকুব সরদারের ছেলে ফারুক হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ুয়া নবম শ্রেণির ছাত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উত্যক্ত করাসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে আসছিল। 

ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে স্কুল ছাত্রীকে উত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ওই যুবককে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যায়কারিকে শাস্তি পেতেই হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)