পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে" "শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা"এই স্লোগানকে সামনে রেখে তথ্যে নাগরিকের প্রবেশাধিকার নিশ্চিতকরণে কাজ করছে জাগ্রত নাগরিক কমিটি (জানাক)। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে কেশবপুর জাগ্রত নাগরিক কমিটির আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেশবপুর প্রেসক্লাব হলরুমে সুধী সমাবেশ ও র্যালীর আয়োজন করা হয়।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৩ উদযাপন পর্ষদ-এর আহবায়ক শিক্ষক কনক দে-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব উৎপল দে-এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন, কেশবপুর জানাক-এর উপদেষ্ঠা সাংবাদিক মোঃ মোতাহার হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য সেবা কর্মকর্তা আফসানা আফিয়া (তথ্য আপা), কেশবপুর রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর রবিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, কেশবপুর সরকারী পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, কেশবপুর লোকজ একাডেমির পরিচালক, জানাক-এর সদস্য এস এম সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কেশবপুর মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সাত্তার, পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডল, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, মাগুরাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়েয় শিক্ষক শংকর দাস, অনিমেষ বাপিসহ বিভিন্ন এলাকা থেকে আগত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত সেবাসমূহ: তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান, চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা, আইনী সহায়তার পরামর্শ প্রদান, ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা, গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য www.laalsobuj.com মার্কেটপ্লেস পরিচালনা উপরোক্ত সেবাসমূহ তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়।