মানিকগঞ্জের শিবালয়ে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালন।

স্টাফ রিপোর্টার
0

 


মানিকগঞ্জ প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া ।


 মানিকগঞ্জের শিবালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী। 


এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা সেবাশ্রমের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। 


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা সেবাশ্রম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আরুয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বে স্থানে এসে শেষ হয়। 


এ সময় মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, পরিচালক কৃষ্ণপদ সরকার, শিবালয় সাবেক শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি মাদব চন্দ্র দাস, শিবালয় উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি শাহিন মাহমুদ নায়ো, মন্দিও কমিটির সদস্য সুকুমার চন্দ্র দাস, সুজন কুমার দাস, সুব্রত দাস,  প্রশান্ত কুমার দাস, রাম প্রসাদ চন্দ্র  দাস, গুরুদাস পালসহ সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা অংশ নেন।


এ ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেন নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা সেবাশ্রমের জন্মাষ্টমী উদযাপন পরিষদ।


পরে প্রসাদ বিতরণ, বিকালে ভক্তিমূলক গানের অনুষ্ঠান, রাতে কৃষ্ণ নীলা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।


এছাড়া শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জের ৭ টি উপজেলা ও ২ টি পৌরসভা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পৃথক ভাবে দিবসটি উদযাপন করছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)