কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর জেলা প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে "পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এনায়েত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শেখ সাদনান সাদিক, অভিজিৎ ব্যানার্জী প্রমূখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথমবারের মতো “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উদ্‌যাপিত হয়। বাংলাদেশে সাক্ষরতা বিস্তারে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উদ্যোগে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাংলাদেশে সাক্ষরতা দিবস উদযাপিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Post a Comment

0Comments
Post a Comment (0)