জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ৬ ,আটকা পড়েছে ১৫ জন।

স্টাফ রিপোর্টার
0

 

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক সারা দুনিয়া।

জিম্বাবুয়েতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছে এবং আরও ১৫ জন আটকা পড়েছেন।

 রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) পশ্চিমে চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ১৩ জন খনি শ্রমিক পালাতে সক্ষম হয়েছে বা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

যারা আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে টেলিভিশন চ্যানেল জেডবিসির এক খবরে জানানো হয়।

 কী কারণে ওই খনিতে ধস হয়েছে তা এখনো জানা যায়নি।

Post a Comment

0Comments
Post a Comment (0)