কেশবপুরের বসুন্তিয়া এবতেদায়ী মাদ্রাসায় বৃক্ষ রোপন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া এবতেদায়ী মাদ্রাসায় বৃক্ষ রোপন করা হয়েছে। 

মাদ্রাসা কতৃপক্ষের উদ্যোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে ৩০ টি শিশু ও মেহগনি গাছের চারা রোপন করা হয়েছে। 

ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের উত্তর পাড়ায় সুন্দর পরিবেশে ১৯৭৫ ইং সালে অবস্থিত মাদ্রাসার ঈমাম নূর আলী বিশ্বাস গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরা খানপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্তিয়া ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম ফারুক, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বসুন্তিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজী আব্দুস সালাম, মাদ্রাসার শিক্ষক আবু হানিফা সরদার,  বসুন্তিয়া জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল বারী মহলদার, ঈমাম হাফেজ মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ ইউনুস আলী, আব্দুল আলীম মোড়ল, হাসান সরদার, মেহেদী হাসান, আবু সাঈদ প্রমূখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)