কেশবপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আব্দুল মান্নান বিশ্বাস (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছে। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে বসতবাড়ির সামনে আম গাছের ডালের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বসুন্তিয়া গ্রামে। সে ওই গ্রামের জালাল উদ্দীন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারে তার ১ স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে আছে। পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, বাঁশ কাটতে যেয়ে পায়ে কুড়ালের কোপ লেগে কেটে যায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেয়ে কোন কাজ না হওয়ায় সেখান গ্যাংগ্রিন হয়ে যায়। জ্বালা যন্ত্রনা সহ্য করতে না পেরে এই আত্মহত্যার পথ বেছে নেয়।

বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম জানান, কেশবপুর থানা পুলিশ ঘটনাটির পরিদর্শন করে সত্যতা যাচাই করে দাফন করার অনুমতি দেওয়ায় বিকাল ৩ টায় দাফন করা হয়। তার স্ত্রী সন্তান সম্ভবনাময়।

ওয়ার্ড মেম্বর কামরুল ইসলাম জানান, ঘটনাটির সত্যতা প্রমান হওয়ায় পুলিশ দাফন করার অনুমতি দেন। তার জানাযায় শরিক হয়েছিলেন বলেও তিনি জানান।

মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এস,আই আবুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দেখে জেনে শুনে সত্যতা প্রমান হওয়ায় পারিবারিক, শশুরবাড়ী এবং স্থানীয় গ্রামবাসীর কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়। বিকাল ৩ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)