তানজিম হাসান সাকিবের ভাইরাল পোস্ট নিয়ে যা বললেন বিসিবি ।

স্টাফ রিপোর্টার
0

 


ফেসবুকে দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনায় পরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব।

ভারতের বিপক্ষে অভিষেকেই একপ্রকার বাজিমাত করে আলোচনায় এই পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তিলক ভার্মাকে দারুণ ডেলিভারিতে আউট করেন এই পেসার।

 তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে তার দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।কেউ কেউ এর তীব্র বিরোধিতা করছেন আবার কেউ কেউ তার পক্ষেও বলছেন।

বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এতে বড় ধরনের তোপের মুখে পড়েছেন তিনি।

 বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শোরগোল দেখা দিয়েছে। তবে বিসিবি বলছে, বিষয়টি খতিয়ে দেখবে তারা।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা গুলো সঠিক হলেও বর্তমান প্রেক্ষাপটে এ পোস্ট নিয়ে চলছে বিস্তর সমালোচনা।

অনেকে বলছেন ফেসবুকে নারীদের ছোট করে বিভিন্ন সময় পোস্ট করেছেন তিনি।  যা রীতিমতো ভাইরাল। 

এশিয়া কাপে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাকিব ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতিয়েছিলেন। জাতীয় দলে আসার আগে ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেছেন তিনি।

Post a Comment

0Comments
Post a Comment (0)