পালিয়ে বিয়ে করার দিন শেষ, লাগবে বাবা মায়ের অনুমতি।

স্টাফ রিপোর্টার
0

 


মা-বাবাকে না জানিয়ে প্রেম করে বিয়ে করে ফেলার দিন শেষ হতে যাচ্ছে।ভারতের গুজরাট সরকার এ ব্যাপারে নীতিমালা তৈরির চিন্তাভাবনা শুরু করেছে। 

পালিয়ে বিয়ের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতি নেয়াও বাধ্যতামূলক করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, প্রেম করে বিয়ের ক্ষেত্রে যাতে বাবা মায়ের সম্মতি বাধ্যতামূলক করা হয় সে ব্যাপারে তার সরকার এবার একটি নিয়ম তৈরির চিন্তাভাবনা করছে। 

একাধিক ক্ষেত্রে দেখা গেছে বিয়ের জন্য মেয়েরা পালিয়ে যাচ্ছে। এমন সব প্রেমের বিয়ের ক্ষেত্রে এবার বাবা-মায়ের সম্মতিটা প্রয়োজন করা হবে।

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক মন্ত্রী আমাকে বলছিলেন বিয়ের জন্য মেয়েরা সব পালাচ্ছে। সেক্ষেত্রে এই প্রেমের বিয়ের ক্ষেত্রে বাবা-মা, অভিভাবকদের সম্মতি বাধ্যতামূলক করা যায় কি না সেটা দেখা দরকার। যদি সংবিধান এক্ষেত্রে আমাদের সমর্থন করে তবে এ নিয়ে আমরা সমীক্ষা চালিয়ে দেখব। যাতে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করে দেখব।

তবে ইতোমধ্যে বিরোধী কংগ্রেস এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তাঁদের দাবী, নিয়ম তৈরি করতে যাতে সাংবিধানিকভাবে বিষয়টি ঠিকঠাক মানা হয়।  

অনেকের মতে, সাধারণত প্রেমের বিয়ের ক্ষেত্রে অনেকে পালিয়ে গিয়ে, অভিভাবকদের সম্মতি ছাড়াই ভালোবাসার মানুষের সঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু সেক্ষেত্রে বাবা মায়ের সম্মতির জন্য অপেক্ষা করতে হলে অনেকটাই দেরি হয়ে যাবে। বা আদৌ বাবা মায়েরা সেই বিয়েতে সম্মতি দেবেন কি না তা নিয়েও সন্দেহ থেকে যায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)