পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী (৭০) ইন্তেকাল করেছেন। শণিবার (১৯ আগস্ট) ভোরে তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ("ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি র'জেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে উপজেলার মহাদেব পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পুর্বে কেশবপুর প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান তাঁর সংগীয় পুলিশ ফোর্স নিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এর পর গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে এই অকুতোভয় সংগ্রামী মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলার আওয়ামিলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এইচ, এম আমির হোসেন, পৌর মেয়র, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।