স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নে মসসাইল এলাকায় খালের জলবদ্ধতার কারণে স্হানীয় এলাকার শত শত হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। খালের জলবদ্ধতার কারণে নোংরা পানিতে জন্ম নিয়েছে এডিস মশা।এর ফলে এলাকায় পানি বাহিত বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে এমনটা দাবি করেছে স্হানীয় জনপ্রতিনিধি।
গাজি খালি নদীতে বিজ্রের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা খালের মুখ বন্ধ করে কাজ করছে। যার ফলে খালের জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোংরা পানিতে জন্ম নিয়েছে এসিড মশা এতে করে এলাকাবাসীর বিভিন্ন রকমের পানি বাহিত রোগ সহ শত শত হেক্টর ফসলি জমির আবাদ ধংসের পথে ।
এ বিষয়ে এলাকাবাসী মানিকগঞ্জ জেলা প্রশাসকের বরাবর গণ স্বাক্ষর সহ প্রতিকারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেন ।
এরই ধারাবাহিকতায় ২৬ তারিখ শনিবার ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন দায় সারানো ভাবে খালের জায়গা ঘর ঠিক রেখে কৃষকের জমির উপর দিয়ে ডেন নির্মান করে।
ভুক্তভোগী কৃষক অভিযোগ করে জানান আমি গরিব মানূষ এমনাই আমার অনেক জায়গা আমাকে ক্ষতি পূরণ না দিয়ে ঠিকাদর প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। তারা সামান্য টাকা দিতে রাজি হয়েছিল আমি তা না নিয়ে ফিরিয়ে দিয়েছি বলে জানান ঐ ভুক্তভোগী।
তিন আরও জানান সরকার আমাকে ক্ষতি পূরণ দিলে সম্পূর্ণ জমির সরকারি মূল্য দিতে হবে। আমাদের জমি একর করে নিয়েছে, আমাদের জমির নায্য মূলের দাবি জানাচ্ছি।
এখানে ক্লিক করে দেখে নিন এলাকার মানুষের কষ্টের কিছু চিত্র...