মোঃ আবুবকর সিদ্দিক : স্টাফ রিপোর্ট , দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে ধামরাই থানার জগৎনগর এলাকা থেকে দশটি পাওয়ার টিলার, দুটি জেনারেটর, ছোট বড় পাঁচটি স্যালো মেশিনের ইঞ্জিন ও বিভিন্ন ধরনের মেশিন উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
জানা যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঘিওর এলাকার মোহাম্মদ রফিকুল ইসলাম (৫০) পিতা মৃত রেহাজ উদ্দিন এর ১২/৮/২০২ ইং তারিখে রাত অনুমান ১২ ঘটিকার সময় একটি পাওয়ার টিলার চুরি হয় ।
পরের দিন রফিকুল ইসলাম বাদী হয়ে সাটুরিয়া থানায় চুরি মামলা দায়ের করে মামলার তদন্তে নামে সাটুরিয়া থানার এসআই মোহাম্মদ মোস্তফা ও তার দল।
বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চালিয়ে উপজেলার হরগজ এলাকার ১।মোঃ রুবেল হোসেন (৩৫) পিতা মোঃ আবুল হোসেন ২।মোঃ শরিফুল (৩০) পিতা মোঃ তারা মিয়া ৩।মোঃ রাজু মিয়া(২৫) পিতা মোঃ চুন্নু মিয়া ৪। মোঃ রাজিব হোসেন(৩০) ও গোলড়া এলাকার ৫। করম দেওয়ান (২৭) নামে এদেরকে আটক করে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন সময়ে চুরি হওয়া পাওয়ার টিলার ও জেনারেটর এর কথা তারা স্বীকার করে এবং তাদের তথ্য অনুযায়ী এসআই মোঃ মোস্তফা ও তার পুলিশ বাহিনী নিয়ে রাতেই অভিযান চালায় ধামরাই থানার জগৎনগর এলাকার আব্দুল লতিফ এর বাড়িতে এবং সেখানে বিভিন্ন সময় চুরি হওয়া মালামাল জব্দ করে।
চুরি হওয়া মালামাল তার হেফাজতে রাখার কারণে লতিপ এন্টারপ্রাইজের মালিক আব্দুল লতিফ (৪৫) পিতা মোঃ মংলা ( মঙ্গল আলী ) তাকে আটক করে সাটুরিয়া থানা পুলিশ ।
এ বিষয়ে বুধবার সকাল দশ ঘটিকার সময় মানিকগঞ্জের পুলিশ সুপার একটি সংবাদ সম্মেলন করে ঘটনার সত্যতা স্বীকার করেন। আরো চুরি হওয়া মালামাল উদ্ধারের পুলিশ মাঠে কাজ করছেন বলে তিনি জানান।