কেশবপুরে সমাধান সমৃদ্ধি কমসূচির আওতায় পেঁয়ারা ও মেহগনির চারা বিতরণ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে সমাধান সমৃদ্ধি কমসূচির আওতায় 

পেঁয়ারা ও মেহগনির চারা বিতরণ করা হয়েছে। 

পিকেএসএফ এর অর্থায়নে পাঁজিয়া ইউনিয়নে ৩৩টি বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের ৮৫৯জন শিক্ষার্থীদের মাঝে ১৭১৮টি পেঁয়ারা ও মেহগনির চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে কেশবপুর সমাধান সমৃদ্ধি কমসূচির আওতায় ওই চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী  মিজানুর রহমান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান, অভিভাবকসহ গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।


Post a Comment

0Comments
Post a Comment (0)