কেশবপুরে নিজের আলমসাধু উল্টে চালক নিজেই নিহত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে নিজের আলমসাধু উল্টে নিজেই নিহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯ টায় চুকনগর-কলাগাছি সড়কের ভেরচি নামক এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। কেশবপুরে মাছ বহনকারী আলমসাধু উল্টে হাফিজুর রহমান  মোড়ল (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।  নিহত হাফিজুর রহমান মোড়ল উপজেলার বুড়ুলী গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে।

এলাকাবাসী জানায়, হাফিজুর মোড়ল নিজ বাড়ি থেকে আলমসাধু চালিয়ে মাছের পোনা আনার জন্য উপজেলার কলাগাছির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেরচি গ্রামের তপু ডাক্তারের বাড়ির পাশে পৌঁছালে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বলেন, কোন অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুকালে তিনি পিতা- মাতা, স্ত্রী, তিন পুত্র, একভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার জোহর বাদ বুরুলি ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বুরুলি নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে গিয়েছিলেন কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান কাজলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Post a Comment

0Comments
Post a Comment (0)