পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে সোমবার (২৮ আগস্ট) সকালে সাপের কামড়ে দিপু মল্লিক (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দিপু মল্লিক উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের একমাত্র ছেলে। সে উপজেলার ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক ও এলাকাসূত্রে জানা যায়, দিপু মল্লিক রোববার রাতে তাদের নিজ ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে মশারির ভেতর বিষধর সাপ ঢুকে তার ডান হাতের বোগলের নিচে কামড় দেয়। শরীরে বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের জানালে বাড়ির পাশের ওঝা গৌর চন্দ্র নন্দীর কাছে নেওয়া হয়। তিনি রাতে ঝাড়ফুঁক করেও বিষ নামাতে ব্যর্থ হন। অবস্থার অবনতি হলে ভোরে দিপুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। দিপুর মৃত্যুর খবর পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের মেম্বার ইলিয়াজ সবুজ বলেন, সাপের কামড়ে নিহত দিপু মল্লিকের মরদেহ সোমবার বিকেলে ভালুকঘর রথখোলা শ্মশানে সৎকার করা হয়েছে।
তার মৃত্যুর খবর শুনে ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা ও পাড়া-প্রতিবেশী একনজর দেখার জন্য ছুটে আসেন।