পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
দৈনিক গ্রামের কাগজের বিজ্ঞাপন ম্যানেজার আল-হাজ্জ্ব মামুন মোস্তাহিদ মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি যশোর সদরের সিলিমপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (৯ আগস্ট) ভোরে শহরে মেয়ের বাসায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৬) বছর।
তিনি গ্রামের কাগজ পরিবারের কাছে একান্ত আপনজন ছিলেন।
মামুন ভাইয়ের মৃত্যুতে গ্রামের কাগজ পরিবার একজন সদা হাস্যজ্জল, সৎ, নিষ্ঠাবান ও অত্যন্ত অমায়িক মানুষকে হারালো।
মামুন মোস্তাহিদ ভাই বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। গত রোববার (৬ আগস্ট) তিনি পাইলস অপারেশন করিয়েছিলেন। দৈনিক গ্রামের কাগজের বিজ্ঞাপন ম্যানেজার হিসাবে ২০০৩ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলতেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, কার্যনির্বাহী সদস্য পরেশ চন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী সদস্য এস,এম আলাউদ্দীন সোহাগ, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও আব্দুস সালাম সবুজ।
জোহর নামাজের পর সিলিমপুর গ্রামে তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, সহপাঠী ও বহু গুণগ্রাহী ব্যক্তিদের রেখে যান।