আবুবকর সিদ্দিক ,স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা সাটুরিয়া ইউনিয়নে মালশী ও কৈজুরী এলাকায় অবহেলিত সেই কাচাঁ রাস্তা আগের মত আছে।
ভুক্তভোগীরা জানান দির্ঘ কয়েক যুগ ধরে মালশী ও কৈজুরী এলাকার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে ।
জাতীয় নির্বাচন সহ যে কোন নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়লাভ করে এই এলাকায়। নির্বাচনের সময় অনেকই রাস্তা উন্নয়নের কথা বলে থাকলে ও বাস্তবায়ন আজ ও হয়নি। সাটুরিয়া ইউনিয়ন শেষ ওর্য়াড হওয়ায়, রাস্তা ঘাট খারাপ থাকার ফলে স্হানীয় জনপ্রতিনিধিদের তেমন চলাফেরা করতে দেখা যায় না । সাটুরিয়া ইউনিয়নে সকল ওর্য়াডে রাস্তা ঘাট উন্নয়ন হলে ও মালশী এবং কৈজুরী গ্রামের রাস্তা সেই আগের মত আছে।
বর্তমান সরকারের আমলে স্হানীয় এলাকায় মসজিদ মাদ্রাসা স্কুল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। কয়েকটি ব্রীজের কাজ হয়েছে কিছু চলমান রয়েছে । খুনিরটেক বাজার থেকে গওলা বাজার পর্যন্ত, এবং কমলপুর থেকে কৈজুরী টু মালশী পর্যন্ত বেহাল কাঁচা রাস্তায় মানুষের চলাফেরা করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী ও চাকরীজীবি , সাধারণ মানূষের
দূর্ভোগের শেষ নেই।
এ বিষয়ে সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : আনোয়ার হোসেন পিন্টু জানান,বর্তমান সরকারের আমলে সাটুরিয়া ইউনিয়নে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এম,পি, শত, শত কোটি টাকার বিভিন্ন উন্নয়নের কাজ করেছেন । শুধু দুই একটি গ্রামের কিছু জায়গায় কাঁচা রাস্তা রয়েছে। মালশী ও কৈজুরী এলাকা রাস্তার বিষয়ে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এম পি মহোদয় ও সরকারি দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মালশী ও কৈজুরী এলাকার বেহাল কাঁচা রাস্তা পাকা হলে ৯ টি এলাকার কয়েজ হাজার জনগণ এর সুবিধা পাবে।