ব্যাচেলর পয়েন্টের 'হাবু ভাই' ওরফে চাষী আলম এর আসলেই বয়স কত জেনে নিন তার নিজের মুখেই।

স্টাফ রিপোর্টার
0

শোবিজ অঙ্গন, দৈনিক সারা দুনিয়া।

 আমি নাকি কলেজ লাইফে শিউলি নামের এক মেয়েকে পছন্দ করতাম। এরপর সেই প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর আর বিয়ে করিনি। ঠিক এ ঘটনার ৩৩ বছর পর বিয়ে করলাম। অথচ আমার কলেজ জীবনে শিউলি নামের কোনো বন্ধুই ছিল না।

প্রিয় পাঠকগণ ,সম্প্রতি বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম। বিয়ের পর থেকেই এ অভিনেতাকে নিয়ে নানা রকম মুখরোচক খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছু সংবাদে দাবি করা হয়েছে, ৫৬ বছর বয়সে এসে বিয়ে করেছেন অভিনেতা। তবে এ বিষয়ে চাষী আলম বলেন, তার বয়স ৫৬ বছর নয়। এমনকি ৫৬ বছরের ধারেকাছেও না।

এক সাক্ষাৎকারে এ অভিনেতা আরও বলেন, আমাদের যখন কাবিন হয়েছে, তখন আমার এনআইডি-পাসপোর্ট এসব কিছুই তার (স্ত্রী তুলতুল) পরিবার দেখেছে। তারাই তো জানে আমার বয়স কত।

তবে এখন বিভিন্ন খবরে দাবি করা হচ্ছে, ৫৬ বছরে বিয়ে করেছেন ‘হাবু ভাই’। আর এ ধরনের খবরে মজা নিচ্ছে মানুষ। তিনি আরও বলেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।

এ অভিনেতার বয়স কত এমন প্রশ্নে তিনি বলেন, আমার বয়স ৫৬’র ধারেকাছেও নেই। এর থেকে নিচে।

একটি উদাহরণ টেনে চাষী আলম বলেন, একটি সংবাদ দেখলাম, আমি নাকি কলেজ লাইফে শিউলি নামের এক মেয়েকে পছন্দ করতাম। এরপর সেই প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর আর বিয়ে করিনি। ঠিক এ ঘটনার ৩৩ বছর পর বিয়ে করলাম। অথচ আমার কলেজ জীবনে শিউলি নামের কোনো বন্ধুই ছিল না।

এ সময় চাষী আলম প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, কলেজ জীবনে আমার বয়স যদি ১৮ বছর হয়, আর আমি যদি ৩৩ বছর বয়সে বিয়ে করি তাহলে এখন আমার বয়স কত?

ক্ষোভ প্রকাশ করে এ অভিনেতা বলেন, আমার স্ত্রীকে নিয়েও মিথ্যা সংবাদ প্রচার হয়েছে। ওই সকল সংবাদে বলা হয়েছে, তুলতুলের আগে একটি বিয়ে হয়েছে। ওই ঘরে না-কি একটি সন্তানও আছে।

আবার অনেক খবরে দেখছি এটি আমার তৃতীয় বিয়ে। এ খবর দেখে আমার মা-বোন এসে আমাকে প্রশ্ন করছে- কিরে, তোর বাকি বউগুলো কোথায়?

তবে এসব ভুয়া খবরে ক্ষোভ প্রকাশ করলেও তা নিয়ে কোনো মন্তব্য প্রকাশে আগ্রহ নেই চাষীর। তার মতে, এমন ভুয়া খবরে দর্শক মজা পেলে, মজা নিক। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।

গত ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন চাষী আলম। দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।

Post a Comment

0Comments
Post a Comment (0)