২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কেশবপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা'র উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও নিহত সকল শহীদদের স্মরণে কেশবপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুভেচ্ছা বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন।

সোমবার (২১ আগস্ট) বিকাল ৬ টায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৯০ যশোর-৬ কেশবপুরের এমপি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর।

বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ, সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম পিটু, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য কেশবপুর পৌর আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য এস,এম হাবিবুর রহমান হাবিব, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, ৮ নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সরদার মনছুর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, যুবলীগের আহবায়ক বি,এম শহিদুজ্জামান শহিদ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুর গফুর গফ্ফার, উপজেলা ছাত্র নেতা মুন্নাফ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ-সহ  অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)