প্রবাসীদের জন্য নতুন আইন ঘোষণা করেছে কুয়েত। এখন থেকে কুয়েত ছাড়ার আগেই প্রবাসীদের নথিভুক্ত সব ট্রাফিক জরিমানা নিষ্পত্তি করতে হবে।
সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনের ঘোষণা দিয়েছে। তারা বলছে, এই নিয়মের ব্যত্যয় হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
গেলো ১৮ আগস্ট অ্যারাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। সব প্রবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রাণালয় জানিয়েছে, নতুন আইনটি খুব দ্রুতই কার্যকর করা হবে। প্রবাসীরা যে দেশেরই হোক না কেন তাকে অবশ্যই নথিভুক্ত সব জরিমানা নিষ্পত্তি করে এরপর দেশ ত্যাগ করতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, অভিবাসী বসবাস আইন ১৯৫৯ এর ১৭ ধারা ও ট্রাফিক আইন মোতাবেক এই আইন জারি করা হচ্ছে। দেশের শান্তি ও শৃংখলা বজায় রাখতেই এমন উদ্যোগ নিচ্ছে কুয়েত প্রশাসন।