‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছিৃ।’ সাকিব আল হাসানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়।

স্টাফ রিপোর্টার
0


 এবার টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে তার দেওয়া এক স্ট্যাটাস ঘিরে আলোচনার জন্ম হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় তিনি লেখেন

 ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছিৃ।’ 

তবে কেন এমন স্ট্যাটাস তা এখনো পরিষ্কার করেননি তিনি।

ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নেওয়ার নজির আছে বেশ আগে থেকেই। মুশফিকুর রহিম, তামিম ইকবালরা এর আগে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের বিদায়ের কথা জানিয়েছেন। 


অবশ্য এমন স্ট্যাটাসের সাকিব যে অবসরের ইঙ্গিত দিচ্ছেন না, সে কথাই বলছেন বেশিরভাগ ক্রিকেটভক্ত। তাদের ধারণা বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সূত্র ধরেই এমন স্ট্যাটাস বিশ্বসেরা অলরাউন্ডারের। 


তামিম ইকবালের সরে যাওয়ার পর সাকিব আল হাসানই যে এখন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় আসরে ব্যাট-বলের পাশাপাশি অধিনায়ক সাকিবের দিকেও অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ। এমন অবস্থায় তাই সাকিবের এই স্ট্যাটাসকে বিজ্ঞাপনের অংশ বলেই ধরে নিচ্ছেন সমর্থকরা। 


Post a Comment

0Comments
Post a Comment (0)