ভারতের হিমাচল প্রদেশে দিনভর ভারী বৃষ্টিপাতে কয়েক শতাধিক সড়কে ধসের ঘটনা ঘটেছে। এতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতে হিমাচলের একাধিক এলাকায় অন্তত ৩০২টি রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
হাওয়া অফিসের বরাত দিয়ে খবরে জানানো হয়, আগামী আরও কয়েক দিন আবহাওয়া পরিস্থিত উন্নতির সম্ভাবনা নেই।
বরং বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক শহরে। রাজ্যে আগামী ১৭ অগস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।