মহাকাশ গবেষণা,দৈনিক সারা দুনিয়া।
প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।
এবার ভারতীয় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে প্রথমবারের মতো যেখানে পা রেখেছে সে জায়গাটির নামকরণ করেছে ভারত। এখন থেকে চাঁদের দক্ষিণ মেরুর ওই জায়গাটির নাম হবে ‘শিব শক্তি’ পয়েন্ট।
আজ শনিবার (২৬ আগস্ট) বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ সংস্থা ইশরোর বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই নামকরণ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে ভারতের সফল চন্দ্রাভিযানের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে বেঙ্গালুরুতে যান তিনি।
মোদি বলেন, আজকের সম্মেলন চাঁদের বুকে অবতরণের স্থানের নামকরণের সম্মেলন। বিক্রম ল্যান্ডার যেখানে পা রেখেছে তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই স্থানটির নাম এখন থেকে শিব শক্তি পয়েন্ট।
তিনি বলেন, শিব শক্তি নামের শক্তি এসেছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।
এ ছাড়া ২০১৯ সালে চন্দ্রযান-২ যেখানে বিধ্বস্ত হয়েছিল সে স্থানটির নাম ‘তেরাঙ্গা’ পয়েন্ট রেখেছে ভারত। একই সঙ্গে ২৩ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন মোদি।
তিনি বলেন, ‘এই দিবসটি বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন হবে। দিনটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
এর আগে ভারতের তৈরি চন্দ্রযান-৩ গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ০২ মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে।