পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের বিদ্যানন্দকাটি ৫ টি ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে কালিয়ারি এস,বি,এল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বারেক মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
অন্যদিকে, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিতোষ ঘোষের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম। কেশবপুর উপজেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য শেখর রঞ্জন দাস।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজ্জাত সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। একই সাথে ৫ নং ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন, ৪নং বিদ্যান্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এস,এম সামিদ হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সরদার মনছুর আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুর গফুর গফ্ফার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান, কালিয়ারি এস,বি,এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৮ নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম মুনজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ এবং অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইউনিয়নের ৫, ৬, ৭, ৮, ও ৯ নং পাঁচটি ওয়ার্ডে দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠান চলমান থাকে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মনিরুল ইসলাম। সকল ওয়ার্ডে অনুষ্ঠান শেষে গনভোজের আয়োজন করা হয়।