কৃষক বাঁচাও দেশ বাঁচাও। সাটুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষকের মানব বন্ধন।

স্টাফ রিপোর্টার
0

 




আবুবকর সিদ্দিক , মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায়  মসসাইল এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে ৫ টি গ্রামের কৃষক একত্র হয়ে  মানব বন্ধন করেছেন। 


  মানিকগঞ্জ জেলা নদী ও প্রাণ প্রকৃতি  সুরক্ষা কমিটির, সদস্য, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ, স্হানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত কয়েক শত সাধারণ কৃষকরা এ সময়  উপস্থিত ছিলেন। 



ভুক্তভোগী  কৃষকরা জানান দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারনে ৫ টি এলাকার কয়েক শত হেক্টর ফসলি জমির আবাদ ব্যাহত হচ্ছে।

পানাইজুরী গ্রামের বাসিন্দার মালেক মেম্বার জানান, নতুন ব্রীজ নির্মানে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন মসসাইল এলাকায় খালের উপর ঘর নির্মান করে বসবাস করছে।  যার ফলে খালের মুখ বন্ধ হয়ে গেছে। প্রবাহিত খালের মুখ বন্ধ হওয়ায়  গাজি খালি নদীর শাখা খালটির  বৃষ্টির পানি কোথা ও নিষ্কাশন হতে পারেনি। এতে করে কৃষকের ফসলের ক্ষতি সহ খালের নোংরা পানিতে এডিস মশার বংশ বিস্তার করেছে।  বিভিন্ন রোগের দূর্ভোগ পহাতে হচ্ছে এলাকাবাসীদের। একাধিক বার ব্রীজ ঠিকাদার প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে কোন প্রতিকার পাওয়া যায়নি। কৃষকের ফসলি জমির আবাদ বাঁচাতে ও নোংরা পানি  নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানাচ্ছি। 



এ বিষয়ে স্হানীয় সাধারণ কৃষকরা খালের জলাবদ্ধতা নিরসনে মানিকগঞ্জ  জেলা প্রশাসকের বরাবর লিখিত গণস্বাক্ষর  দেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Post a Comment

0Comments
Post a Comment (0)