পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্বাহী অফিসার, এম,এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তি যোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা তহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, পৌরসভার মেয়র, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান। অনুষ্ঠানে কেশবপুরের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। দোয়া পাঠ করান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।