সৌদি আরবে সেলিম মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিককে হ'ত্যার অভিযোগ।

স্টাফ রিপোর্টার
0

 


সৌদি আরবে সেলিম মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সেলিম মিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের বাসিন্দা। স্ত্রী শিরিনা আক্তার জানান, ছোট ভাই তাজুল ইসলাম চলতি বছরের জুন মাসে সেলিমকে সৌদিতে নেন। গত ১৪ আগস্টের পর থেকে তার মোবাইল ফোনে আর কল ঢুকছিল না। বৃহস্পতিবার সকালে সেলিমকে হত্যার খবর আসে।

 

ছোটভাই তাজুল ইসলাম জানান, ভাইকে কোম্পানির ভিসায় সৌদি আরব নিয়ে আসেন। সোমবার মালিক তাকে কারাখানায় চা তৈরি করার কথা বলে মরুভূমিতে নিয়ে যায়। এরপর থেকে ভাইয়ের মোবাইল ফোন বন্ধ। ১৬ আগস্ট সৌদি সময় রাত সাড়ে ১২টায় সেলিমের মালিক জানান, তোর ভাই অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করেছি।

খবর পেয়ে বৃহস্পতিবার তাজুল ওই হাসপাতালে গিয়ে দেখতে পান ভাই মারা গেছে। তার ডান হাত ও ডান পা ভাঙা এবং শরীরে আঘাতের চিহ্ন আর জামাকাপড়ও ছেঁড়া। এ সময় হাসপাতালের ডাক্তাররা জানান, সেলিম অন্তত ২৫ ঘণ্টা আগেই মারা গেছে। তাকে মরুভূমিতে ফেলে রাখায় এমন অবস্থা হয়েছে। সেলিমের মরদেহ এখনো হাসপাতালের মর্গে আছে।

এ ঘটনায় তাজুল সৌদির আদালতে মামলা করেছেন। এছাড়া পরিকল্পিত এই হত্যার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)