ঢাকার ধামরাইয়ের বালিয়া কাজীপাড়া এলাকায় আসাদ এগ্রো ফার্মের ১১ টি গরুর অস্বাভাবিক মৃত্যু। নিচে ভিডিও লিংক

স্টাফ রিপোর্টার
0

 

দৈনিক সারা দুনিয়া নিউজ ডেস্ক।

সোমবার (২১ আগস্ট) ঢাকার ধামরাইয়ের বালিয়া কাজীপাড়া এলাকায় আসাদ এগ্রো ফার্ম নামক একটি খামারের খাবার খাওয়ার দুই ঘণ্টা পর ১১টি গরু মারা গেছে। খামারে থাকা আরও পাঁচটি গরু অবস্থা আশঙ্কাজনক।

এ নিয়ে এলাকার মানুষের মাঝে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 খামারের মালিক আসাদ খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার সকালে গরুগুলোকে খাবার দেওয়ার পর এক এক করে ১১টি গরু মারা যায়। মারা যাওয়ার সময় প্রতিটা গরুর পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে।

গত দুই বছর ধরে একই ধরনের খাবার পরিমাণ মতো গরুকে খাওয়াচ্ছি। আমার কোন শত্রু নেই। তবে কী কারণে গরুগুলো মারা গেল সেজন্য প্রয়োজনীয় নমুনা (খাবার, গোবর, রক্ত) পরীক্ষা করতে দেওয়া হয়েছে ।

খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো সকালের দিকে গরুগুলোকে খাবার দেই। খাবার খাওয়ার সময় সব গরু স্বাভাবিক ছিল। খাবার খাওয়ানো শেষে আমি বাড়ি যাই। ঘণ্টাখানেক পরে জানতে পারি গরুগুলো মারা যাচ্ছে।’

এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম বলেন, ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি নমুনা সংগ্রহ করেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাইট্রেট পয়জনিং হতে পারে।

বর্ষাকালীন সময়ে ঘাসে প্রচুর নাইট্রেট থাকে সেজন্য নাইট্রেট পয়জনিং হয়। সেকারণে একসঙ্গে অনেক গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা নমুনা ঢাকায় পাঠিয়েছি রিপোর্ট আসলে বলা যাবে।

এখানে টাস করে 

ভিডিও লিংক

 দেখে নিন বেদনাদায়ক ঘটনা।

Post a Comment

0Comments
Post a Comment (0)