অবৈধ প্রবাসীদের নিয়োগ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে যদি অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ওই প্রতিষ্ঠান বা সংস্থাকে অন্তত ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। বাংলাদেশি মূদ্রায় যা ২৮ লাখ ৯৪ হাজার টাকার সমান।
সেই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে অন্তত ১ বছর কারাবাসের সাজা এবং পরবর্তী ৫ বছর ওই প্রতিষ্ঠানকে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞাও দিতে পারবেন আদালত।
গেলো ৩০ জুলাই সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে। বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘দেশে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনতে সীমান্তে কড়া বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সৌদির সরকার।
এ কাজে দেশের জনগণও সরকারকে সহযোগিতা করতে পারেন। এবং জনগণের প্রতি সরকারের আহ্বান— তারা যেন অবৈধ অভিবাসীদেরকে পরিবহন, আশ্রয়প্রদান ও চাকরিতে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকে।’
যদি সৌদি আরবের কোনো নাগরিক অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন কিংবা চাকরিতে নিয়োগদানের কোনো প্রকার সংবাদ পান, সেক্ষেত্রে তারা পুলিশের জরুরি নম্বর ৯১১ এবং ৯৯৯-এ ফোন করে তা জানাতে পারবেন বলেও ওই টুইটবার্তায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যেগে দেশজুড়ে পরিচালিত এক বিশেষ অভিযান মোট ১৩ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে অবৈধভাবে সৌদিতে বসবাস এবং বাকিদের বিরদ্ধে নগদ অর্থের বিনিময়ে অবৈধ অভিবাসীদের সৌদিতে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে.