সাটুরিয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে এমন দাবীতে থানায় অভিযোগ ।

স্টাফ রিপোর্টার
0


স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ধূল্যা  এলাকায়  ব্যবসায়ীকে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লোকমান (৩৪) ধূল্যা  এলাকার মেছের আলীর পুত্র । সে বিস্কুট ও বেকারির ব্যবসার কাজের সাথে সম্পৃক্ত।


 ভুক্তভোগী জানায় গত সোমবার ২৮/০৮/২০২৩ ইং আনুমানিক রাত ১০ ঘটিকায় ধূল্যা জয়নাল আলীর দোকানের সামনে ধূল্যা এলাকার মৃত আফছারের ছেলে রুবেল নেশাগ্রস্ত অবস্থায় আমার চলার পথ গতিরোধ করে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হঠাৎ করে কিলঘুষি লাতি মেরে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলে আমার পকেটে থাকা আনুমানিক ১০ হাজার  ৫০০ শত টাকা ছিনিয়ে নেয়। আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার পরিবারকে ক্ষতি করার  হুমকি দিয়ে চলে যায়।

 নিরুপায় হয়ে  ভুক্তভোগী লোকমান মঙ্গলবার সাটুরিয়া থানার রুবেল কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান। 

এদিকে বিবাদী রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি ‘দৈনিক সারা দুনিয়া’কে জানান তার সাথে মারামারি বা ধাক্কাধাক্কি কিছুই হয়নি। শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছিল। 

তিনি আরো বলেন আমি সাবেক চেয়ারম্যান এর ছেলে আমার পকেটে সবসময় টাকা থাকে আমি কেন টাকা নিতে যাবো।এছাড়া আমি কাজের লোক কাজ করে খাই।

সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা এস.আই  রফিক ‘দৈনিক সারা দুনিয়া’কে বলেন অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে জানতে পেরেছি আসামি ও বিবাদীর সাথে মারামারি হয়নি শুধু কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে।

এদিকে স্থানীয় ভাবে জানা যায় চেয়ারম্যান এর মিমাংসার চেষ্টা করছেন। কিন্তু ভুক্তভোগী পরিষদে বিচার মানবে না বলে জানা যায়।

 সে গ্রামে বসে মিমাংসা রাজি না হলে মামলার প্রক্রিয়া চলমান থাকবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 


স্হানীয় এলাকাবাসী জানায় এর আগে রুবেলের বিরুদ্ধে থানায়  একাধিক অভিযোগ আছে। সব সময় সে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করে সে খারাপ প্রকৃতির লোক, তার ভয়ে এলাকায় সাধারন মানূষ মুখ খুলতে সাহস পায় না। তার বিরুদ্ধে কেহ  প্রতিবাদ করলে তাকে বিভিন্ন  রকমের ভয়ভীতি দেখায়।


Post a Comment

0Comments
Post a Comment (0)