পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
যশোর কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ-এর প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের সদস্য সুশান্ত কুমার সুর-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেশবপুর উপজলা শাখার সদস্য সচিব অধ্যাপক অসীম কুমার ভট্টাচার্য্য-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, সংগঠনের আহবায়ক পঙ্কজ কুমার দাস, যুগ্ম-আহবায়ক প্রদীপ সিংহ, য়ুগ্ম আহবায়ক হরিগোপাল বসু, সদস্য কল্যান কান্তি হালদার, সদস্য প্রদীপ সরকার, পঞ্চানন দাস (খ্রিস্টান), অণিমেষ সাহা, সুশান্ত কুমার ঘোষ, অসীম বিশ্বাস প্রমুখ।
দীর্ঘ আলাপ-আলোচনার পর সর্বসম্মতিক্রমে সুশান্ত কুমার ঘোষকে আহ্বায়ক এবং শোভনলাল চক্রবর্ত্তী-কে যুগ্ম-আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ গৌরীঘোনা ইউনিয়নে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ-এর প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম- আহবায়ক স্বপন কুমার চক্রবর্তী, সদস্য প্রদীপ সরকার, পঞ্চানন দাস, সাগর বসু ও অসীম বিশ্বাস। অনুষ্ঠানে ইউনিয়নের হিন্দু ধর্মীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলাচনায় সদস্য সচিব অধ্যাপক অসীম কুমার ভট্টাচার্য্য বলেন, নিজেদর মধ্যে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।