পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে সু-সাহিত্যিক কবি মনোজ বসু'র ১২২তম জন্মজয়ন্তী-২০২৩ পালন করা হয়েছে। মনোজ বসু জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে কেশবপুর উপজেলা পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মনোজ বসু'র জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক সিদ্ধার্থ বসু-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, উপজেলা খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), ন্যাশনাল প্রেস সোসাইটি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, রাজনগর বি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, ডোঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমুদরঞ্জন মন্ডল, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সভাপতি নজরুল ইসলাম খান, পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আলবাহার, সাহিত্য সংগঠন আবহমান-এর পরিচালক রিয়াজ লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বিপ্রতীপ-এর পরিচালক নয়ন বিশ্বাস, পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক সনৎ বসু হরি, সমাজসেবক মহিউদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, সামাজিক সংগঠন, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।