অবশেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে নানা নাটকীয়তার পর এশিয়া কাপে টাইগারদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব পালন করবেন তিনি। এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে সবচেয়ে বড় চমক সাব্বির রহমান৷ ১৭ সদস্যের দলে দীর্ঘদিন পর টাইগারদের স্কোয়াডে ফিরেছেন সাব্বির।
ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজও। দলে আছেন মুশফিক-মাহমুদউল্লাহও। এক ম্যাচ খেলা ইমনও আছেন স্কোয়াডে। ইনজুরি থাকলেও দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।
মিনহাজুল আবেদীন জানিয়েছেন ২১ তারিখে সোহানের চূড়ান্ত রিপোর্ট আসবে। এরপরই পজিটিভ কিছু হলে দলে থাকবেন তিনি।
তবে নেই ইনজুরিতে থাকা লিটন দাস ও ইয়াসির আলী। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন এই ১৭ জনের দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে যাবেন আরও ৪ জন। পরবর্তীতে জানানো হবে তাদের নাম।
এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন , নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।