চলতি বছরের এসএসসি ও সমমানের
পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের কারও অসন্তোষ থাকলে আগামী শনিবার থেকে ৪ অগাস্ট
পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।
শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে ফল যাচাইয়ের আবেদন করা যাবে।
আবেদন করতে টেলিটকের প্রিপেইড মোবাইল ফোন
থেকে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর
লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে
নেওয়া হবে তা জানিয়ে পিন নম্বর দেওয়া হবে।
পরে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস
দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে
এসএমএস পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষার ক্ষেত্রে একই
এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় কোডগুলো
পর্যায়ক্রমে লিখতে হবে। প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা করে ফি দিতে হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ৮০ দশমিক
৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
গত ৩০ এপ্রিল চলতি বছরের মাধ্যমিকের পরীক্ষা
শুরু হয়। সব বোর্ড মিলিয়ে এ বছর পরীক্ষার্থী ছিল ২১ লাখ ৫ হাজার ৪৭ জন, এর মধ্যে পরীক্ষায়
অংশ নেয় ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন।
২০২৩ সালে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে
পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।
#saradonia
ReplyDelete#দৈনিকসারাদুনিয়া
ReplyDeleteExcellent #saradonia.com
ReplyDelete